বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন তাঁর ছোটভাই শামীম এস্কান্দারসহ পাঁচ জন। পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ফটকে আজ বিকেলে একটি গাড়িযোগে আসেন তারা। এরপর পাঁচ স্বজনদের দেখা করার অনুমতি চেয়ে নামের তালিকা কারা কর্তৃপক্ষ বরাবর পাঠানো হলে সাড়ে ৪টার দিকে তাদের কারাগারে ঢোকার অনুমতি দেওয়া হয়।
জানা যায়, কারাগারে খালেদার দেখা করতে তাঁর ছোটভাই শামীমের সঙ্গে গেছেন তার ছেলে অভিক এস্কান্দার, খালেদার ভাগনি শাহীনা খান জামান, নাতনি রাইদা ইসলাম (সাইফুল ইসলাম ডিউকের মেয়ে)। এসময় সাথে এমডি মামুন নামে আরো একজন এবং গাড়িচালক নূরুল আমিনও রয়েছেন।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই আদালত খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় আসামির প্রত্যেককে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায়ের পর থেকে কারাগারে আছেন খালেদা জিয়া।
বিডি প্রতিদিন/এ মজুমদার