র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, মাদকের বিরুদ্ধে অভিযানে মাদক ব্যবসায়ী, ডিলার ও সেবনকারীদের তাৎক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হবে। এর সঙ্গে নিয়মিত মামলাও দায়ের হবে।
আজ সোমবার সকালে কাওরানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে সারাদেশে মাদকের বিরুদ্ধে পরিচালিত অভিযানে র্যাবের সাফল্যের বিষয়টি তুলে ধরা হয়।
র্যাব ডিজি সারাদেশে মাদক সেবীদের মাদক সেবন ছেড়ে দেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘খুচরা বিক্রয়কারী, সেবনকারী, দেশের বাহির থেকে যারা মাদক নিয়ে আসছেন- তারা বন্ধ করবেন। যাদের কাছে অবিক্রীত মাদক আছে, সেগুলো র্যাবের ক্যাম্পের পাশে রেখে আসবেন।’
বিচারিক কর্মকর্তাদের তিনি অনুরোধ করে বলেন, জঙ্গি ও মাদক এই দুই অপরাধ আপনারা সম অপরাধ মনে করবেন। আইনজীবীদের প্রতি তিনি বলেন, মাদকের ডিলারদদের আপনারা আইনের ফাঁক ফোকরের সুবিধা দিবেন না।
বিডি-প্রতিদিন/ ই-জাহান