বেসরকারি টেলিভিশন চ্যানেলে নারী সাংবাদিককে কটূক্তির অভিযোগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
বুধবার দুপুরে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য সুমনা আক্তার লিলি বাদী হয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন।
আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন তা আমলে নিয়ে এজহারটি এফআইআর হিসেবে নিতে গুলশান থানাকে নির্দেশ দেন।
মামলার বাদী লিলি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(ক) ও ২৯ ধারায় ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মামলা করেছেন তিনি।
সাইবার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করতে ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে রংপুর আদালতে করা মানহানির মামলায় গ্রেফতার মইনুল হোসেনের জামিন আবেদন নাকচ করে গতকাল মঙ্গলবার তাকে কারাগারে পাঠান ঢাকার আদালত। মইনুলকে গত সোমবার গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)।
গত ১৬ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টি সরাসরি যুক্ত হওয়া ব্যারিস্টার মইনুল 'জামায়াত প্রতিনিধি' হিসেবে ঐক্যফ্রন্টে রয়েছেন কিনা জানতে চান।
উত্তরে মইনুল হোসেন 'আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই' বলে মন্তব্য করেন। এরপরই দেশজুড়ে সমালোচনা শুরু হয়। এ ঘটনায় ঢাকার একটি আদালতে মানহানির মামলা করেন মাসুদা ভাট্টি।
দেশের বিভিন্ন এলাকায় মানহানির মামলার কয়েকটিতে উচ্চ আদালত থেকে জামিনে থাকলেও রংপুরের মামলায় কারাগারে রয়েছেন ব্যারিস্টার মইনুল হোসেন।
বিডি প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৮/আরাফাত