রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সেবাপ্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেজন্যে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। তাদের প্রয়োজনীয় আইনি সহায়তা ও পরামর্শদানের প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
পুলিশ সপ্তাহ ২০১৯ উপলক্ষে বুধবার বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।
পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের সেবায় পুলিশ বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও সততার সাথে তাদের দায়িত্ব পালন করবে বলে আশা করি।
‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি একটি দেশের স্থিতিশীলতা ও অগ্রগতির পূর্বশর্ত। অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা ও একটি নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ জনগণ আশা করে পুলিশ আরও সেবাধর্মী ও জনবান্ধব বাহিনী হবে।’
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দিনসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন