খেলাপি ঋণ কমাতে না পারলে ব্যাংক খাত সংকটে পড়বে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ব্যবসায়ীদের উদ্দেশে বলেছেন, 'আমি বলার পর (দায়িত্ব নেয়ার পর) খেলাপি ঋণ বাড়েনি। আমার কাছে যে যে দাবি নিয়ে এসেছে তাদের কেউই খালি হাতে ফিরে যাবে না।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত বাণিজ্য সংগঠন ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন।
দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা ও শিল্প বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে করণীয় নির্ধারণ করতে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে বেসরকারি খাতের বিকল্প নেই। দেশের উন্নয়নে এ খাতের অবদান ৮০ থেকে ৮২ শতাংশ।
এসময় ব্যবসায়ীরা বলেন, ব্যাংক ঋণ সুদের হার আরও কমাতে হবে। ঋণের সুদ হারই বিনিয়োর প্রধান বাধা।
বিডি প্রতিদিন/মাহবুব/এনায়েত করিম