ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) কিনতে ১০০ কেটি টাকা বরাদ্দ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রাথমিক উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে এক লাখ ইএফডি মেশিন সরবরাহ করা হবে। ডিভাইসসহ ব্যাক আপ বা মনিটরিং সিস্টেম ক্রয়ে নতুন করে দরপত্র আহবান করেছে এনবিআর।
এনবিআর প্রকল্প পরিচালক সৈয়দ মুশফিকুর রহমান বলেন, দশ হাজার ফ্রি দিচ্ছি যেন তারা কোন অজুহাত দিতে না পারে। প্রথমে আমরা ঢাকা ও চট্টগ্রামে দিতে যাচ্ছি। এটা সরাসরি আমাদের সার্ভারের সঙ্গে যুক্ত থাকবে।
২০০৮ সালে প্রথম ১১টি খাতে ইলেক্ট্রনিক ক্যাশ রেজিস্টার- ইসিআর ব্যবহার বাধ্যতামূলক করে সরকার। তবে চেইন শপ, অভিজাত কিছু রেস্তোরাঁ ও শপিংমল ছাড়া নানা অজুহাতে অধিকাংশ প্রতিষ্ঠান এই যন্ত্র ব্যবহার করছে না।
বিডি প্রতিদিন/ফারজানা