অতীতে পরীক্ষার আগে প্রশ্নপত্র নিয়ে বার বার সমস্যা তৈরি হলেও এবার প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত যেন প্রশ্নপত্র ফাঁস রোধ করা যায় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
বৃহস্পতিবার কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় পরিদর্শনকালে কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসএসসির প্রশ্নপ্রত্র ফাঁস না হলেও কিছু ত্রুটি-বিচ্যুতির কথা স্বীকার করে শিক্ষা উপমন্ত্রী বলেন, তার জন্য পরীক্ষার্থীদের যেন কোনো অসুবিধা না হয় সে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এসব ত্রুটি-বিচ্যুতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতেও শিক্ষক সংকটসহ সব সংকট পূরণে উদ্যোগ নিচ্ছে সরকার।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব