জাহালমের তিন বছর কারাবাসের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমি তীব্র ভাষায় এটার নিন্দা করি। আমি মনে করি যে, দুর্নীতি দমন কমিশন এ রকম একটা ঘটনার ব্যাপারে অবহিত হয়েছে, তারা এ ব্যাপারে দ্রুত সিরিয়াস পদক্ষেপ নেবে।
বৃহস্পতিবার সচিবালয়ে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা করে দুদক। দুদকের ভুলে সালেকের বদলে তিন বছর কারাগারে কাটাতে হয় জাহালমকে। গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্টের আদেশে মুক্তি পান তিনি।
অপরাধী না হয়েও তিন বছর জেলে কাটায় প্রধানমন্ত্রীর কাছে দুদকের বিচার চেয়েছেন জাহালম। এ ঘটনা তদন্তে একটি কমিটি করেছে দুদক।
বিডি প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত