বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, গত অর্থ বছরে (২০১৭-১৮) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোকসান হয়েছে ২০১ কোটি ৪৭ লাখ টাকা। তবে একই অর্থ বছরে বিমানের আয় হয় ৪ হাজার ৯৩১ কোটি ৬৪ লাখ এবং ব্যয় হয় ৫ হাজার ১৩৩ কোটি ১১ লাখ টাকা।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে আজ সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
ভাড়ার নীতিমালা নেই
ইসরাফীল আলমের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, অভ্যন্তরীণ রুটে বিমানে ভাড়া নির্ধারণে কোন নীতিমালা নেই। এয়ারলাইন্সসমূহ তাদের উড়োজাহাজের আধুনিকতা, সুযোগ-সুবিধা, অপারেটিং কস্ট, ওভারহেড কস্ট, ফুয়েল কস্ট, মেইনটেনেন্স কস্ট এন্ড ইস্টাবলিসমেন্ট কস্ট বিবেচনা করে আইএটিএ ট্রাফিক কনফারেন্স অনুযায়ী ভাড়া নির্ধারণ করে থাকে। ফলে আইএটিএ'র এন্টি ট্রাস্ট নীতিমালা অনুযায়ী কোন এয়ারলাইন্স ভাড়া, ট্যাক্স ও যাত্রী সংখ্যা সংক্রান্ত তথ্য আদান-প্রদান করতে পারে না। বিশ্বের অন্যান্য দেশেও এ নিয়মে চলে বলে তিনি উল্লেখ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার