দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট, খুলনা ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যায় পর্যন্ত আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসের এ তথ্য জানানো হয়েছে।
একই সঙ্গে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের দু’এক জায়গায় বিছিন্নভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা (২-৩) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ।
বিডি-প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব