আজ বুধবার (২২ মে) থেকে শুরু হয়েছে ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। সকাল ৯টায় রাজধানীর পাঁচটি স্টেশনে একযোগে শুরু হয় এই টিকিট বিক্রি।
এর মধ্যে কমলাপুর রেলস্টেশন থেকে বিক্রি হচ্ছে ১২টি ট্রেনের আগাম টিকিট।
রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলে চলাচলকারী এসব ট্রেনের টিকিট শুধু কমলাপুর থেকেই বিক্রি হচ্ছে। এই ১২ ট্রেনে সব ধরনের কোটাসহ মোট আসন সংখ্যা ১১ হাজার ৬৯টি।
যে ১২ ট্রেনের টিকিট কমলাপুরে বিক্রি করা হচ্ছে, সেগুলো হলো:
১. খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস
২. চিত্রা এক্সপ্রেস
৩. রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস
৪. বনলতা এক্সপ্রেস
৫. সিল্ক সিটি এক্সপ্রেস
৬. চাঁপাইনবাবগঞ্জগামী পদ্মা এক্সপ্রেস
৭. রংপুরগামী রংপুর এক্সপ্রেস
৮. লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস
৯. পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস
১০. নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস
১১. পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস
১২. সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস।
রেলওয়ের তথ্য অনুযায়ী, আজ বুধবার (২২ মে) বিক্রি হচ্ছে ৩১ মের টিকিট। এছাড়া ২৩ মে ১ জুনের টিকিট, ২৪ মে ২ জুনের, ২৫ মে ৩ জুনের এবং ২৬ মে বিক্রি করা হবে ৪ জুনের টিকিট।
ফেরত যাত্রীদের জন্য ২৯ মে দেওয়া হবে ৭ জুনের টিকিট, একইভাবে ৩০ ও ৩১ মে এবং ১ ও ২ জুন দেওয়া হবে যথাক্রমে ৮, ৯, ১০ ও ১১ জুনের টিকিট।
বিডি প্রতিদিন/কালাম