অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে থাকা পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে কেন গ্রেফতার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ ওই পুলিশ কর্মকর্তার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে দুদকের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেছেন, 'ডিআইজি মিজানকে এখনো গ্রেফতার করছেন না কেন? সে কি দুদকের চেয়েও বেশি শক্তিশালী?'
এদিন, দুদকের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে ডিআইজি মিজানের প্রসঙ্গে এমন মন্তব্য করেন আপিল বিভাগ।
এ সময় দুদকের আইনজীবী বলেন, 'তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে।'
আদালত বলেন, 'দুদক কর্মকর্তা দুর্নীতিতে জড়িত হওয়ার বিষয়টি অ্যালার্মিং।'
এদিকে, জেসমিনের জামিন বাতিল কর তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেনও আপিল বিভাগ।
ডিআইজি মিজানের বিষয়ে আপিল বিভাগ ক্ষোভ প্রকাশ ও জেসমিনের জামিন বাতিলের বিষয়টি দুদকের আইনজীবী খুরশীদ আলম খান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৯/মাহবুব