বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ভারতের সাথে ভাল সম্পর্ক দাবি করলেও দেশের দেশের হিস্যা আজও পূরণ করতে পারেনি। ভারত আমাদের দেশ থেকে সকল সুবিধা পেলেও বাংলাদেশ কি পেয়েছে? অভিন্ন নদীর পানি সংকট আজও দূর হয়নি।
সীমান্তে বাংলাদেশিদের গুলি করে হত্যার অভিযোগ তুলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে আইন আছে। এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে।
রবিবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা বিএনপি আয়োজিত একটি হাস্কিং মিলে কর্মী সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
রুহিয়া থানা বিএনপির সভাপতি আনছারুল ইসলামের সভাপতিত্বে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় মির্জা ফখরুল আরও বলেছেন, বর্তমান সংসদ অবৈধ সংসদ। এই সংসদ জনগণের ভোটে নির্বাচিত হয়নি, জনগণের ভোট ডাকাতি হয়েছে। দুর্ভাগ্য আমাদের যে, আমরা জনগণের অধিকার রক্ষা করতে পারিনি।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৯/মাহবুব