শিরোনাম
২৫ জুন, ২০১৯ ২১:১১

মোবাইল ফোনে অতিরিক্ত ধার্য কর প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক

মোবাইল ফোনে অতিরিক্ত ধার্য কর প্রত্যাহারের দাবি

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনে যে অতিরিক্ত কর ধার্য করা হয়েছে সেটা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার সংসদে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

বাজেটে কতিপয় বিষয়ে ধার্য কর হ্রাসের দাবি জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, মোবাইল ফোনে যে অতিরিক্ত কর ধার্য করা হয়েছে সেটা প্রত্যাহার করেন। সঞ্চয়পত্র হচ্ছে গরিবের সোনার বাটি। এর উপর উৎস কর ধার্য করবেন না। গ্যাসের দাম কমানোর জন্য, গরিবের বিদ্যুতের দাম কমানোর জন্য প্রয়োজনে ভর্তুকি দিন। 

এ সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করার প্রক্রিয়ার সঙ্গে সংসদ সদস্যদের অর্ন্তভুক্ত করারও দাবি জানান সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, কারণ এই এমপিরা জনগণের প্রতিনিধি তাদের এমপিও ভুক্তিতে অবশ্যই প্রধান্য দিতে হবে। ভুল ত্রুটি হতে পারে কিন্ত তারাই দেশ পরিচালনা করে, এই রাজনীতিবিদরাই দেশ স্বাধীন করেছে।

বিডি-প্রতিদিন/২৫ জুন, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর