শিরোনাম
- শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর : শ্রম উপদেষ্টা
- ফসলের হাসপাতাল, সেবা নিচ্ছেন সহস্রাধিক কৃষক
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৩৭ মামলা
- বগুড়ায় তিন ঘণ্টার বৃষ্টিতে সড়কে হাঁটু পানি
- শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
- এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি সাময়িক স্থগিত
- তিন দফা দাবি আদায়ে বাগেরহাট মেরিন ইনস্টিটিউট শাটডাউন
- বগুড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৩
- সিংড়ায় যুবদল কর্মীর উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- বিজিবির সাবেক মহাপরিচালক ও তার স্ত্রীর আরও ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- সাড়ে ১০ হাজারেরও বেশি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত
- ফেনীতে কোরবানির পশুর চাহিদার চেয়ে সরবরাহ বেশি
- হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩
- জব্দ করা সম্পত্তির মূল্য ১ লাখ ৩০ হাজার কোটি টাকা : প্রেস সচিব
- গার্মেন্টস কর্মীদের বেতন-বোনাস দিতে হবে ৩ জুনের মধ্যে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- কর্মকর্তাদের কলমবিরতি; চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম ব্যাহত
- ৫৫৩ কোটি টাকা ঋণ : এস আলমসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন
- স্ত্রী-সন্তানসহ যশোরের সাবেক মেয়রের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে সার্চ কমিটি গঠন
- সাত বিষয়ে এনসিপির দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন নাহিদ
এরশাদ মৃত্যুশয্যায়, চিকিৎসার টাকা এখনও জোগাড় করতে পারিনি: রাঙ্গা
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ভার্সন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চিকিৎসার অর্থের সংস্থান হয়নি বলে সংসদে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। তিনি বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদ মৃত্যুশয্যায়। তবে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকা এখনও জোগাড় করতে পারিনি। আমরা তাকে যে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাব, সেই অবস্থাও তার নেই।
বৃহস্পতিবার বিকেলে সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থ বছরের বাজেটের ওপর সাধারন আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, নিয়ম অনুযায়ী বিরোধী দলের সদস্যদের সংসদে বক্তব্য রাখতে হলে বিরোধী দলের প্রধান হুইপের কাছ থেকে সময় নিতে হয়। বিএনপির এমপিরা এসে আমার কাছ থেকে সময় নিচ্ছে আবার আমাদের বিরুদ্ধে আজে বাজে উক্তি করছে। আমি তাদের সময় দিচ্ছি, আর তারা নানা জায়গায় আমাদের পার্টির চেয়ারম্যানকে নিয়ে অশ্লীল মন্তব্য করছে। এই ধরনের অশ্লীল ভাষা একমাত্র বিএনপি’র নেতাকর্মীরাাই বলতে পারে।
বিএনপি দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সেই তো নথ খসালি তবে কেন লোক হাসালি। বিএনপি’র শাসন আমালে আমার ছেলেকে অপহরণ করা হয়। তৎকালিন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে বলেছিলেন পিনুর সঙ্গে কথা বলতে। পিনু হচ্ছে তারেক রহমানের আরেক নাম। আমি আগে কখনো হাওয়া ভবনে যাইনি, কারণ সেখানে গেলেই একটা পরিস্থিতি সৃষ্টি করত। যেহেতু তাদের সঙ্গে তখন আমাদের একটা সমঝোতা হওয়ার কথা ছিল।
জাতীয় পার্টি বিরোধী দল নয় আমরাই বিরোধী দল বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদের এমন বক্তব্যের জবাবে বিরোধী দলীয় প্রধান হুইপ বলেন, একাদশ সংসদ নির্বাচনের আগে আমাদের দলের চেয়ারম্যান এইচএম এরশাদ বলতেন আমরা সরকারের সঙ্গে থাকব। যেহেতু আমরা এক সঙ্গে নির্বাচন করেছি, কাজেই আমরা সরকারের থাকতে পারতাম। কিন্তু যেহেতু সংসদে বিরোধী দলের প্রয়োজন সেকারনেই আমরা বিরোধী দলের একটা অবস্থানে রয়েছি। সেই বিরোধী দলেও বিএনপি’র ৫ জন রয়েছে।
কারাগারে এরশাদের নির্যাতনের সেই দিনের বর্ণনা করে রাঙ্গা বলেন, আমার নেতাকে যেখানে রাখা হয়েছিল সেখানে বাথরুম পর্যন্ত সিটি ক্যামেরা বসানো হয়েছিল। বলা হয়েছিল সে লাফ দিয়ে বের হয়ে যেতে পারেন। অথচ তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিজেও জানতেন না একদিন তাকেও জেলে যেতে হবে।
এসময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, এরশাদ সাহেবের সময় যেহেতু কোন লোককে দেখতে যাওয়ার সুযোগ দেওয়া হয় নাই, এখন ওনার (খালেদা জিয়ার) সঙ্গে যে মহিলাকে দেওয়া হয়েছে তাকে প্রত্যাহার করে নেওয়া উচিত। তার বাথরুমে সিটি ক্যামেরা বসানো উচিত, উনিও বের হয়ে যেতে পারেন।
বিডি প্রতিদিন/ফারজানা
এই বিভাগের আরও খবর