জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ চল্লিশ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এর আগে বৃস্পতিবার সকালে তার অক্সিজেন মাস্ক খুলে দেয়া হয়েছে। গত বুধবার (২৬ জুন) সকাল ৯টায় হুসেইন মুহম্মদ এরশাদকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
আজ শুক্রবার (২৮ জুন) জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ'র চিকিৎসকদের বরাত দিয়ে বলেছেন, সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার ৪০ শতাংশ উন্নতি হয়েছে।
তিনি আরও বলেন, চিকিৎসকরা আশাবাদী পল্লীবন্ধুর শারীরিক উন্নতির এই ধারাবাহিকতা বজায় থাকলে হুসেইন মুহম্মদ এরশাদ খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন । কিছু টেষ্ট রিপোর্টের অপেক্ষা করছেন চিকিৎসকরাত। চিকিৎসকরা পল্লীবন্ধুর সংক্রমণের চিকিৎসা করছেন।
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি সিএমএইচ এর চিকিত্সায় সন্তোষ প্রকাশ করেন। এদিকে, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের আজ শুক্রবার পল্লীবন্ধুর রোগমুক্তি ও সুস্থতা কামনায় ধর্মপ্রাণ সকলের দোয়া কামনা করেছেন।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ