প্রতিহিংসা শুধু বিএনপির ওপর নয়, যারা সরকারের সমালোচনা করে তাদের ওপরেও বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম কর্তৃক আয়োজিত ‘প্রতিহিংসার রাজনীতি ন্যায় বিচার এবং বেগম খালেদা জিয়া’ শীর্ষক মতবিনিময় সভায় এসব বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, সরকারের বৈশিষ্ট্য হওয়া দরকার ছিল সমালোচনা যে করবে সে আমার বন্ধু। যে আমার ভুল যে ধরিয়ে দেয় সে আমার বন্ধু। কিন্তু আজকে বন্ধুদেরকে শত্রুতে পরিণত করা হয়েছে, আর শত্রুদের বন্ধুতে পরিণত করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘কেউ যদি ফেসবুকে সরকারের সামান্যতম সমালোচনামূলক পোস্ট করে সে যদি সেন্টমার্টিনের ওই প্রবল দ্বীপের মধ্যে অর্ধেক পানিতে ডোবা অবস্থায়ও বসে থাকে তাকে এক ঘণ্টার মধ্যে গ্রেফতার করে সাইবার অ্যাক্টে মামলা এবং সাজা হয়ে যাবে।’
বিএনপির এ যুগ্ম মহাসচিব বলেন, ‘দেশটাকে এমন একটি প্রতিহিংসামূলক পরিস্থিতিতে নিয়ে গেছে যার থেকে আমাদের নতুন প্রজন্ম বের হতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন