জাতীয় সংসদের ইতিহাসে ১৫ দিনে সর্বোচ্চ ২৭০ জন বাজেট আলোচনায় অংশ নিয়ে রেকর্ড গড়েছে একদশ জাতীয় সংসদ।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে চলতি সংসদের বাজেট অধিবেশনের বৈঠকে এই তথ্য জানিয়েছেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। তিনি বলেন, প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেট আলোচনায় আমিসহ এখন পর্যন্ত ২৬৭ জন বক্তব্য রেখেছেন। এরপর অর্থমন্ত্রী, বিরোধীদলের নেতা ও প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। সব মিলিয়ে বক্তব্য রাখবেন ২৭০ জন। এর আগে এত সংখ্যক মানুষ (জনপ্রতিনিধি) বক্তব্য দেয়নি।
তিনি আরও বলেন, ২০১৪-১৫ অর্থবছরের বাজেট আলোচনায় বক্তব্য দিয়েছিলেন ২৬৫ জন। এবার মাত্র ১৫ দিনে ২৭০ জন বাজেট আলোচনায় অংশ নিচ্ছেন। জাতীয় সংসদের ইতিহাসে সেদিক থেকে এটি একটি রেকর্ড হবে। চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, এই বাজেটকে বিশাল বাজেট বলা হচ্ছে। একে যদি বিশাল বাজেট হিসেবে দেখি, তাহলে বাস্তবায়ন করতে হবে।
এরপর ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, সব সংসদ অধিবেশনের মধ্যে এবার বাজেট আলোচনায় ২৭০ জন অংশ নিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন। এ জন্য আপনাদের ধন্যবাদ।
বিডি-প্রতিদিন/২৯ জুন, ২০১৯/মাহবুব