থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে শেষ হল দুই দিনব্যাপী সামাজিক ব্যবসা সম্মেলন। নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ব্যাংককের সেন্টারা গ্র্যান্ড এন্ড ব্যাংকক কনভেনশন সেন্টারে গত ২৮ জুন শুরু হয় ৯ম সামাজিক ব্যবসা দিবস। অনুষ্ঠানের আয়োজন করে যৌথভাবে ইউনূস সেন্টার ঢাকা, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজী এবং থাইল্যান্ডের কাসেটসার্ট ইউনিভার্সিটি।
১ম দিনের বিভিন্ন আকর্ষণীয় ঘোষণা ও প্লেনারী সেশনের পর দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় সামাজিক ব্যবসা দিবসের অবশিষ্ট কর্মসূচি। অনুষ্ঠান শুরু হয় 'ক্রীড়া ক্ষেত্রে সামাজিক ব্যবসা' বিষয়ে। এর সঞ্চালক ছিলেন ইউনূস স্পোর্টস হাব-এর সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক ইয়োয়ান নগিয়ের। প্লেনারীতে বক্তব্য রাখেন ৬ জন। এদের মধ্যে ছিলেন প্যারিস ২০২৪ এর ইমপ্যাক্ট এন্ড লিগেসি ডিরেক্টর ম্যারি বারসাক, ল্য ক্যানঅ-এর মহাব্যবস্থাপক এলিজা ইয়াভশিট্জ এবং প্যারালিম্পিক স্বর্ণজয়ী খেলোয়াড় গে ইয়াং।
গুরুত্বপূর্ণ সামাজিক ব্যবসা উদ্যোগের ঘোষণাগুলোর মধ্যে ছিল কলম্বিয়া ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তি উদ্যোগ। কলম্বিয়ায় দেশটির স্থানীয় ও আন্তর্জাতিক কর্পোরেশন, বিশ্ববিদ্যালয় ও বেসরকারী প্রতিষ্ঠানগুলোর সাথে একযোগে ১০টি সামাজিক ব্যবসার উদ্যোগ নেওয়া হয়েছে, যেগুলোর মাধ্যমে বিরোধপূর্ণ এলাকাগুলোতে ২ লাখ মানুষ উপকৃত হবে এবং ৫,০০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া কয়েকটি ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারও প্রতিষ্ঠা করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল