১৬ আগস্ট, ২০১৯ ১৭:৫৫

বাঙালি জাতিকে প্রতিষ্ঠিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

বাঙালি জাতিকে প্রতিষ্ঠিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য: প্রধানমন্ত্রী

বাঙালি জাতিকে প্রতিষ্ঠিত করাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭৫ এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় এসেছিল। মুক্তিযুদ্ধের বিজয়ের প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। আর জিয়াউর রহমানই খুনিদের প্রশ্রয় দিয়েছিল।

শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালীন এক বছরে বাংলাদেশে একফোঁটা ফসল উৎপাদন হয়নি। সকল শিল্প কলকারখানা বন্ধ ছিল। গ্রামের পর গ্রাম শুধু ধ্বংস, জ্বালানো, পোড়ানো ছিল। লাশের পর লাশ, নদীর পানি লাল হয়ে গিয়েছিল বাঙালির রক্তে। ১০ জানুয়ারি ফিরে এসে ধ্বংস স্তূপের পর দাঁড়িয়ে যখন জাতির পিতা বাংলাদেশকে একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার কঠিন কাজটি তিনি মাত্র সাড়ে তিন বছরে করে গেছেন।’

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর