পুনঃতফসিল অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলকে সামনে রেখে আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু।
এ সময় ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, ছাত্রদলের সাবেক সভাপতি রুহুল কবির রিজভী, ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল হক মিলন প্রমুখ সাবেক ছাত্রনেতারা উপস্থিত।
শনিবার শুরু হওয়া মনোনয়ন ফরম বিতরণ আগামীকাল রবিবারও চলবে। আগ্রহীরা আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
১৯ ও ২০ আগস্ট মনোনয়নপত্র জমা নেয়া হবে। ৩১ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২২-২৬ আগস্ট যাচাই-বাছাই শেষে ২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১২ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ভোটের জন্য প্রচার চালাতে পারবেন।
বিডি-প্রতিদিন/মাহবুব