তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তি একান্তই আইনি প্রক্রিয়ার বিষয়। তিনি রাজনৈতিক বন্দী নয়, এতিমের টাকা আত্মসাৎ করায় তার বিরুদ্ধে সাজা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মুক্ত হতে হবে।
বৃহস্পতিবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ে নিজের দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে টিভি চ্যানেলগুলোর সম্প্রচার শুরু করেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেছেন, সিরিয়ালের এ্যাটকো যে তালিকা দিয়েছে সেই অনুযায়ী দেখানোর জন্য কেবল অপারেটরদের নির্দেশনা দেয়া হয়েছে। কেউ এই নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নেয়া হবে।
২১ আগস্টের গ্রেনেড হামলা সম্পর্কে উইকিলিকসের তথ্য প্রকাশ সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, আমরা আগে থেকেই যে কথা বলে আসছি, আদালতেও যেটি প্রমাণিত হয়েছে সেটিই উইকিলিকস প্রকাশ করেছে। এখন বিএনপি কি বলবে?
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন