বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের পরিবারকে ক্ষতিপূরণ এবং হত্যা মামলার যাবতীয় খরচ বহন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় বুয়েট অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের বৈঠকে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি।
এসময় আবরারের বিষয়ে ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, আবরারের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে এবং মামলার খরচ বুয়েট কর্তৃপক্ষ বহন করবে। বিচারকাজ দ্রুত শেষ করতে সরকারকে চিঠি দেয়া হবে।
শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের বৈঠকে ভিসি বলেন, আমার নিজ ক্ষমতায় বুয়েটে সব রাজনৈতিক দলের সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করছি। এখন থেকে ছাত্ররাজনীতির সঙ্গে কেউ জড়িত থাকলে ডিসিপ্লিনারি বোর্ডের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।
এছাড়াও আবরার ফাহাদ হত্যা মামলায় এজাহারভুক্ত ১৯ জনকে বুয়েট থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন