বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোরবানির পর পিঁয়াজের দাম ৬০ থেকে শুরু হয়ে বাড়তে বাড়তে এখন ১৪০ টাকায় ঠেকেছে। আপেলের চেয়ে পিঁয়াজের দাম বেশি হয়ে গেছে। অথচ মশকরা করে অনেকেই বলছেন, এতো দাম দিয়ে পিঁয়াজ খাওয়ার কী দরকার?
বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১-এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘প্রতিহিংসার রাজনীতি ও দেশনেত্রী খালেদা জিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পিঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে সরকারের বিভিন্ন বক্তব্য ও ভূমিকার সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, তাহলে কাল ডিমের দাম বেড়ে গেলে ডিম খাবেন না, তেলের দাম বেড়ে গেলে তেল খাবেন না, চালের দাম বেড়ে গেলে চাল খাবেন না। এর চেয়ে সহজ পন্থা পৃথিবীতে কী আর কিছু আছে?
বিডি প্রতিদিন/আরাফাত