বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, দেশে উন্নয়ন হলেও তা গঙ্গা ফড়িং খেয়ে যাচ্ছে। এবিষয়ে এখনই সতর্ক হতে হবে।
শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তন চত্বরে চার দিনব্যাপী ওয়ার্কার্স পার্টির ১০ম কংগ্রেস শুরু হয়েছে। কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রাশেদ খান মেনন।
এসময় তিনি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার জন্য বৃহত্তর ঐক্যের আহ্বান জানান। তিনি আরও বলেন, দেশ আজ উন্নত হচ্ছে, তাতে সন্দেহ নেই। কিন্তু বাংলাদেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে বৈষম্য বাড়ছে আশঙ্কাজনকভাবে। দেশের দুই শতাংশ মানুষ মোট সম্পদের ৩৩ শতাংশ দখল করে রেখেছে। বাংলাদেশের প্রতি চারজনের একজন অতিদরিদ্র।
মেনন বলেন, বিএনপি-জামায়াত সরকারের আমলে দেশে মৌলবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার উত্থান ঘটেছিল বলে একটি বিশেষ বাস্তবতায় স্বাধীনতার সপক্ষের শক্তির সঙ্গে পার্টির ঐক্য গড়ে ওঠে।
ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন, দল জানে কীভাবে রাজনীতি করতে হয়, কীভাবে দেশ এগিয়ে নিতে হয়। অনেক বন্ধু আমাদের ছেড়ে গিয়েছেন। কেউ মতাদর্শের কথা বলে সরে গেছেন, কেউ সরে গেছেন এনজিওর ফান্ড রক্ষা করতে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন