জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সাংগঠনিক দক্ষতা, আপোষহীন মনোভাবের কারণে দেশের মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন। তার আদর্শ ধারণ করা মানেই দেশপ্রেমের আদর্শকে ধারণ করা। তার রাজনৈতিক ধারনা, রাষ্ট্রীয় চেতনায় রাজনীতিবিদরাই ছিলেন সর্বাগ্রে। মুজিববর্ষে রাজনীতির পুনরুজ্জীবন ও পুনর্জাগরণের চেষ্টা করতে হবে। বঙ্গবন্ধুর শতজন্মবার্ষিকীতে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে যে অসামঞ্জস্য তার দূর করতে পদক্ষেপ নিতে হবে।
আজ মঙ্গলবার সকালে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের আয়োজনে 'জাতির পিতার স্বপ্ন ও আজকের বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) সম্মেলন কক্ষে বৈঠকটির আয়োজন করা হয়েছে।
গোলটেবিল বৈঠকের প্রধান আলোচক আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এছাড়াও আরও অংশ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)'র সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধানমন্ত্রীর সাবেক তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর একাংশের নেতা শরীফ নুরুল আম্বিয়া প্রমুখ।
বৈঠকে সঞ্চালনা করছেন নিউজ টোয়েন্টিফোরের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমান।
বিডি প্রতিদিন/ফারজানা