দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন খবর প্রকাশের পর থেকে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। এরই মধ্যে নানা রকম ব্যবস্থা নিয়েছে সরকার। সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। এই অবস্থায় রাজধানীতে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব যেন না হয় সে ব্যাপারে জরুরি ভিত্তিতে উদ্যোগ নিতে ঢাকার দুই সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
জানা গেছে, মশা নিধনসহ ডেঙ্গু প্রতিরোধে যা যা করার সবকিছু করতে সংশ্লিষ্টদের বলেছে উচ্চ আদালত। বুধবার এ সংক্রান্ত মামলার শুনানি করে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এসব কথা বলেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা ও উত্তর সিটি করপোরেশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু, বিএসটিআই এর পক্ষে সরকার এম আর হাসান মামুন।
বিডি-প্রতিদিন/শফিক