ডেঙ্গু প্রতিরোধের ক্ষেত্রে জনগণের ওপর দোষ চাপালে হবে না, ঢাকার দুই সিটি করপোরেশনকে দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুরে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার সাংবাদিকদের জানান, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের আংশিক গাফিলতি ছিলো তদন্ত কমিটির এমন প্রতিবেদনে অসন্তেুাষ প্রকাশ করেছেন আদালত।
গতবছর রাজধানীতে ডেঙ্গুর প্রাদুর্ভাবের জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আংশিক অবহেলাকে দায়ী করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। তদন্ত কমিটি এর পেছনে একক কোনো ব্যক্তির অবহেলা খুঁজে পায়নি। সোমবার এ তদন্ত কমিটির প্রতিবেদন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন