মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপুর মা আশু আরা বেগম (৯৪) আজ দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৮ ছেলে, ১ মেয়ে, নাতি, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সন্ধ্যায় ফেনীর পরশুরাম উপজেলার সলিয়া গ্রামে নামাজে জানাযা শেষে মসজিদের পাশে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।
করোনাভাইরাসের কারণে যেসব আত্মীয় স্বজন, শুভাকাঙ্খী মরহুমার নামাজে জানাযা ও দাফন কাজে অংশ নিতে পারেননি তাদেরকে নিজ বাসায় থেকে দোয়া করতে অনুরোধ জানিয়েছেন মরহুমার ছেলে মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু।
বিডি প্রতিদিন/আল আমীন