২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ বাজেট অনুমোদনের জন্য আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বিশেষ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৩টায় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
প্রতি বছর বাজেট উপস্থাপন দেখতে তিন বাহিনী প্রধান, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, গণমাধ্যমের সম্পাদক, অর্থনীতিবিদসহ পেশাজীবীদের আমন্ত্রণ জানানো হলেও এবার তা হচ্ছে না। করোনা পরিস্থিতির কারণে সংসদীয় ইতিহাসে অন্যরকম একটি বাজেট অধিবেশন হতে যাচ্ছে এবার।
এবার বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। মোট আয় ধরা হয়েছে, ৩ লাখ ৮২ হাজার ১৬ কোটি। বিশাল বাজেটে ঘাটতি থাকছে প্রায় এক লাখ ৯০ হাজার কোটি টাকা। নতুন অর্থবছরের এডিপিতে সর্বাধিক গুরুত্ব পাচ্ছে ১০টি খাত। এর মধ্যে কৃষি ও স্বাস্থ্যখাতে থাকবে বিশেষ গুরুত্ব। সামাজিক নিরাপত্তায় বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই খাতে বরাদ্দ বাড়ছে ১ হাজার ৬৩৩ কোটি টাকা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম