পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা ছাড়াই দুই প্রার্থীকে সরাসরি মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ দেখানো নোটিশের কার্যক্রম স্থগিত করেছেন হাই কোর্ট। একটি রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. জহুরুল ইসলাম মুকুল।
তিনি জানান, গত ১৬ মার্চ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দুই জন অফিস সহায়ক নিয়োগের বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। পরে গত ৩০ মার্চের মধ্যে স্থানীয় ২৬০ জন নিয়োগ প্রার্থী নিয়োগ পরীক্ষার জন্য আবেদন জানান। পরীক্ষার উদ্দেশ্যে তারা প্রত্যেকে ৩০০ টাকা ব্যাংক ড্রাফটও করেন। তবে করোনা পরিস্থিতিতে ওই নিয়োগ প্রক্রিয়া কিছুদিনের জন্য থেমে যায়।
তিনি বলেন, এর মধ্যেই হঠাৎ করে কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই বেআইনীভাবে প্রার্থীদের মধ্য থেকে দুজনকে সরাসরি মৌখিক পরীক্ষার জন্য নাম চূড়ান্ত করে একটি নোটিশ জারি করে। তাই আগ্রহী প্রার্থীদের কোন রকম পরীক্ষার সুযোগ না দিয়ে পছন্দের দুই প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য জারিকৃত ইউএনওর নোটিশে বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট দায়ের করা হয়। রিটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সচিব ও পিরোজপুরের জেলা প্রশাসকসহ চারজনকে বিবাদী করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন