অমর একুশে বইমেলায় লিটল ম্যাগাজিন চত্বর নিয়ে বাংলা একাডেমির বিমাতাসুলভ আচরণের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে লিটলম্যাগের সম্পাদকরা। রবিবার থেকে চলবে অনির্দিষ্টকালের এই ধর্মঘট। ধর্মঘটের পাশাপাশি বিকেল ৫টায় লিটলম্যাগ সম্পাদক ও কর্মীদের নিয়ে আন্দোলনের কর্মসূচি হিসেবে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
আজ মেলার তৃতীয় দিন রাত ৮টায় লিটলম্যাগের সম্পাদকরা সম্মিলিতভাবে এই ঘোষণা দেন। লিটলম্যাগের স্টল বিন্যাস এবং আগের জায়গায় (সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের পার্শ্ববর্তী স্থানে) ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধর্মঘট ডেকেছেন মেলায় স্টল পাওয়া বিভিন্ন লিটলম্যাগের সম্পাদকরা।
বিডি প্রতিদিন/আল আমীন