আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন। কাল সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে। গত ১৫ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী জাতীয় সংসদের এ অধিবেশন আহ্বান করেন।
ষাট দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতার কারণ এই অধিবেশন। করোনার প্রকোপ বৃদ্ধির কারণে মাত্র ৩ কার্য দিবস এই অধিবেশন চলবে। আগামী ৪ এপ্রিল শেষ হতে পারে অতি সংক্ষিপ্ত এই অধিবেশন। তবে স্পিকার চাইলে সংসদ নেতার সঙ্গে পরামর্শ করে অধিবেশনের মেয়াদ বাড়াতে বা কমাতে পারেন।
দ্বাদশ অধিবেশন সম্পর্কে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে এবারের অধিবেশন সংক্ষিপ্ত করা হয়েছে। মাত্র ৩ কার্যদিবস অধিবেশন চলবে। বৃহস্পিতবার, শনিবার ও ৪ এপ্রিল রবিবার।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারও স্বাস্থ্যবিধি মেনে সকল সংসদ সদস্যকে করোনা নেগেটিভ সনদ নিয়ে ঢুকতে হবে। প্রতিদিন ১০০ থেকে ১৩০ জন সংসদ সদস্যের আসন বিন্যাস থাকবে। সংক্ষিপ্ত এই অধিবেশনে একটি বিল পাস হতে পারে।
বিডি-প্রতিদিন/শফিক