কর ও ট্যারিফ দিয়ে দেশীয় শিল্পের সুরক্ষা হয় না বলে মনে করেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠনন এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন। এই শিল্পদ্যোক্তা বলেছেন, দেশীয় শিল্পের বিকাশ হলেই প্রবৃদ্ধি বাড়বে। অর্থনীতি বড় হবে। এই লক্ষ্যে ব্যবসায়ীদের দায়িত্ব নিতে হবে। আমরা বাস্তবায়ন যোগ্য নীতি চাই। অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থে কাজ করতে চাই। এ জন্য এফবিসিসিআইর সংস্কার প্রয়োজন।
বৃহস্পতিবার মতিঝিলের ফেডারেশন ভবনে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে পরিচিতিমূলক অনুষ্ঠানে এ সব কথা বলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। বেঙ্গল গ্রুপের এই ভাইস চেয়ারম্যান বুধবার রাতে নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।
এতে উপস্থিত ছিলেন এফবিসিসিআইর জ্যেষ্ঠ সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এমএ মোমেন, মো. আমিন হেলালী, হাবীব উল্লাহ ডন, আমিনুল হক শামীম, সালাউদ্দীন আলমগীর, এমএ রাজ্জাক খানসহ পরিচালনা পর্ষদের সদস্যরা।
ওই অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, মহামারীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও শিল্পের জন্য যথাযথ উদ্যোগ নিয়েছেন। সমসাময়িক দেশগুলোর তুলনায় সেই কারণে বাংলাদেশ সুবিধাজনক অর্থনৈতিক অবস্থানে রয়েছে। এখন আমরা অগ্রসরমান শিল্পগুলোর পাশাপাশি জেলা পর্যায়ের প্রান্তিক উদ্যোগগুলোকেও রপ্তানির ধারায় নিয়ে যেতে উদ্যোগী হবো। সব শ্রেণির ব্যবসায়ী ও শিল্পের জন্য এফবিসিসিআইকে কার্যকর সংগঠনে পরিণত করতে চেষ্টা করব। জেলা পর্যায়ে অনেক প্রান্তিক শিল্প রয়েছে। সঠিক সহায়তা পেলে এগুলোও রপ্তানিমুখী শিল্পে পরিণত হতে পারে। আমরা সেদিকে নজর দেব।
তিনি বলেন, উন্নয়নশীল দেশে উত্তোরণের ফলে ব্যবসায়ীদের অনেক চ্যালেঞ্জর সম্মুখিন হতে হবে। তিনি ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের উন্নয়নে পাশে থেকে তাদের সহযোগিতা করতে বিশেষ করে করোনায় ক্ষতিগ্রস্ত এসএমইদের সহযোগিতায় কাজ করবেন।
বিডি প্রতিদিন/আল আমীন