১৯ জুন, ২০২১ ০৯:১৬

প্রতিদিন ৭০ বাংলাদেশি বিদেশে আশ্রয় চান

অনলাইন ডেস্ক

প্রতিদিন ৭০ বাংলাদেশি বিদেশে আশ্রয় চান

ফাইল ছবি

উন্নত জীবনের আশা কিংবা জীবিকার তাগিদে মানুষ পাড়ি জমায় বিদেশে। এছাড়াও নির্যাতন-নিপীড়ন থেকে বাঁচার মানবিক যুক্তি দিয়ে ভিনদেশে রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম নেন এ দেশের মানুষ।

জাতিসংঘের শরণার্থী সংস্থার হিসাব বলছে, করোনার মধ্যেও ২০২০ সালে বিদেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ২১ হাজার ৪৮১ জন বাংলাদেশি। গত এক দশকে এ সংখ্যা ২ লাখ ৫৭ হাজারের বেশি। সবচেয়ে বেশি আবেদন পড়ছে ইউরোপের ফ্রান্স-ইতালিতে।

গত এক দশকে বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছে দুই লাখ ৫৭ হাজার ৩৪১ বাংলাদেশি। অর্থাৎ দিনে গড়ে ৭০ জন।

নির্যাতন-নিপীড়ন থেকে বাঁচতে সংঘাতকবলিতদের মানবিক কারণে রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম দিয়ে থাকে বিভিন্ন দেশ। এ ক্ষেত্রে রাজনৈতিক আশ্রয়ের জন্য বাংলাদেশিদের প্রথম পছন্দ ইউরোপ। গেল ৫ বছরে সর্বোচ্চ ৩৪ হাজার ১১৭ বাংলাদেশি আবেদন করে ফ্রান্সে। প্রায় সমান সংখ্যক আবেদন পড়ে পাশের দেশ ইতালিতে।

ইউএনএইচসিআর-এর পরিসংখ্যান অনুসারে, রাজনৈতিক আশ্রয়ের জন্য বাংলাদেশিদের তৃতীয় পছন্দের দেশ দক্ষিণ আফ্রিকা। সেখানে ৫ বছরে আবেদন জমা পড়েছে ২৪ হাজারের বেশি। যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রেও বাড়ছে বাংলাদেশি অ্যাসাইলাম প্রার্থী। যদিও বাংলাদেশে রাজনৈতিক সমস্যা নেই- এমন যুক্তিতে বাতিল হচ্ছে বেশিরভাগ আবেদন। সূত্র: যমুনা টিভি

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর