সারাদেশে কঠোর বিধিনিষেধের ষষ্ঠ দিন আজ। এরই মধ্যে চলমান কঠোর বিধিনিষেধের লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়েছে। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সময় বাড়ানোর আদেশ জারি হয়। এদিকে, কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছেন পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা।
এদিকে, সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ রয়েছে। পাশাপাশি চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে। কঠোর বিধিনিষেধের শুরুতে জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ায় রাজধানীতে প্রথম দিন ৫৫০ এবং দ্বিতীয় দিন ৩২০ জন, তৃতীয় দিনে ৬২১ জনকে এবং চতুর্থ দিনে ৬১৮ জনকে ও ৫ম দিনে রাজধানী ৫০৯ জনকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার ব্যাংক বিমা এবং শেয়ার বাজার খুলেছে। ফলে অন্যান্য দিনের চেয়ে রাজধানীর রাস্তায় জনসমাগম ও যানবাহন বেশি ছিল। তবে চলমান বিধিনিষেধে বন্ধ আছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্ত্বশাসিত সব অফিস।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ