দেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে আজ। এছাড়া চলতি সপ্তাহে সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। রাতের তাপমাত্রাও কিছুটা কমবে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সপ্তাহের শেষের দিকে অর্থাৎ আগামীকাল বা তার পরের দিন থেকে দেশে বৃষ্টিপাত বাড়বে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় সারা দেশে বৃষ্টি বাড়তে পারে। সপ্তাহের শেষে বৃষ্টিপাত বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকবে। এই সময়ের শেষের দিকে দিনের তাপমাত্রা কমতে পারে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, চলতি সপ্তাহে সারা দেশে বৃষ্টিপাত বাড়তে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা কিছুটা কমবে। যদিও গভীর রাতে এক পশলা বৃষ্টি হয়েছিলো। আজ মঙ্গলবার সকালে আকাশে মেঘ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ