দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যা চেষ্টার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে বাঞ্ছারামপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সনেটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এবং উজানচর ইউনিয়ন চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি।
প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক একেএম শহিদুল হক বাবুল, উপজেলা আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান উজ্জ্বল, পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি নাছির উদ্দিন নাছিম, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাবেক রুহুল আমিন টিপু, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক সেলিম মিয়া, ছলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আসাদুজ্জামান বকুল, রুপসদী ইউনিয়ন আওয়ামী লীগ মফিরুল মেম্বার, কলেজ ছাত্রলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ইমন আহমেদ, কলেজ শাখা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক রাকিম আহমেদ ফাহিম, দূর্গারামপুর ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক সামুয়েল আহমেদ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি প্রার্থী আলিফ হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা