আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের নাম ভাঙ্গিয়ে দলীয় নেতাকর্মী এবং সংসদ সদস্যদের কাছে টাকা দাবি করায় থানা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডি থানায় জিডি করেন কামাল হোসেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, বেশ কিছুদিন ধরে তার নাম ভাঙ্গিয়ে ০১৩০৭৯৭৩৮৪৩ নম্বর থেকে দলীয় নেতাকর্মী ও সংসদ সদস্যদের কাছে ফোন করে টাকা দাবি এবং পদ-পদবী প্রদানের লোভ দেখাচ্ছে। এতে আমি বিব্রত। এই প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান তিনি।
জানা গেছে, আজকে দুজন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে ফোন করে নিজেকে এস এম কামাল হোসেন পরিচয় দিয়ে তাদের (সংসদ সদস্য) বিরুদ্ধে নানা অভিযোগের কথা বলা হয়। এরপর মিস্টিমুখ করাতে বলেন। তারা বাসায় দাওয়াত করলে বাসায় আসতে অস্বীকৃতি জানিয়ে টাকা পাঠানোর জন্য একটি নম্বর দেন। বিষয়টি এসএম কামাল হোসেন জানতে পারলে বিকালেই থানায় জিডি করেন।
এর আগে তাড়াশ উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল শেখের সঙ্গেও এই নম্বর থেকে এমন প্রতারণা করে চক্রটি।
বিডি প্রতিদিন/আরাফাত