রাজধানীর উত্তরার চন্ডালভোগ মানিক বস্তি খালপাড় এলাকার টিনশেড ঘরে আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- জাহাঙ্গীর (১৯), রুমা (১৭) ও আফরিন (১৪)।
মঙ্গলবার ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা খানম এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোর ৪টার সময় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ৫টা ৪০ মিনিটে আগুন নির্বাপণ করে। এরপর ঘরে তল্লাশি চালিয়ে ৩জনের মরদেহ উদ্ধার করা হয়।
তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াজিউর রহমান জানান, ফায়ার সার্ভিস আগুন নির্বাপণের পর ওই টিনশেড ঘরের ভেতর থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে জাহাঙ্গীর ও রুমা আপন ভাই বোন আর তাদের খালাতো বোন আফরিন।
নিহত জাহাঙ্গীরের বাবা সুরুজ মিয়া ও মা আলেয়া বেগম কয়েকদিন আগে তাদের গ্রামের বাড়ি দিনাজপুর বীরগঞ্জে যায়। বর্তমানে ওই বাসায় তারাই ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন