আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। এমতাবস্থায়, ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ নিয়ে আতঙ্ক দেখা যাচ্ছে বিভিন্ন মহলে। তবে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর বলেছেন, “ওমিক্রনের জন্য নয়, মূলত সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান বেড়ে যাওয়া, মাস্ক না পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি না মানার কারণেই দেশে আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে।”
মঙ্গলবার সকালে মুঠোফোনে ‘বাংলাদেশ প্রতিদিন’ কে এসব কথা বলেন তিনি।
আগামী তিন থেকে পাঁচ সপ্তাহের মধ্যে দেশে সংক্রমণ আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করেছেন ডা. আলমগীর।
তিনি বলেন, “আমাদের অঞ্চলে এখনও ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাব বেশি। যেসব রোগী কোভিড পজিটিভ হচ্ছে তাদের হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। ওমিক্রনে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় কম। তবে ওমিক্রন রোগী সামনে বাড়বে।”
এ সময় তিনি সবাইকে মাস্ক পরার পরামর্শ দেন।
তিনি বলেন, “মাস্ক সব ধরনের ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করে। মাস্ক পরলেও ভ্যাকসিন নিতে হবে।”
বিডি প্রতিদিন/কালাম