উত্তরে যখন হিমেল হাওয়া ও কুয়াশার চাদরে ঢাকা, ঠিক তখনই শীতার্ত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলো দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। আজ শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাজশাহী বিভাগের সবচেয়ে বড় জেলা নওগাঁর দুই উপজেলায় ৬০০ অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। জেলা সদরের পিটিআই স্কুল ও মান্দার প্রসাদপুর মাদ্রাসায় এসব শীতবস্ত্র বিতরণ করে কালের কণ্ঠ শুভসংঘ।
কম্বল পেয়ে ৫০ বছরের বৃদ্ধা আলেজান বলেন, ‘মোর বাড়ি নাই। হিয়ালে কাঁপাচো। আর পারাচো না বা। মুই একলাই থাকো। কম্বোল দিল। দোয়া করোচো বা। যাই কম্বোল দিল দোয়া করো আল্লাহ তাঁর ভালো করুক।’ নওগাঁ সদরের সুলতানপুর মহল্লার দুস্থ আকি বেগম কম্বল পেয়ে বলেন, ‘এর আগোত করুনার সময়ত তোমরা হ্যামাকোক চাল, ডাল, আটা দিছিলিন আ্যাকন আবা এই শীতোত কম্বল দিলিন তোমরাই গরিবগুনার আসল মানুষ। খুবি ভালো লাগোছেরাবা। তোমাকের মালিকের জুন্য দোয়া করোছি। ’
শুত্রবার নওগাঁ পিটিআই স্কুল মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দীন। তিনি কম্বল বিতরণ অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, মহামারি করোনার সময় বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় কালের কণ্ঠ শুভসংঘ খাদ্য নিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়ে ছিল। এবারও তীব্র শীতে দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করছে। আমি মনে করি এটি অভাবনীয় ব্যাপার। আমি বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগকে সাধুবাদ জনাই। আশা করবো দুস্থ দরিদ্রদের প্রতি এই বসুন্ধরা গ্রুপের হাত আরো সম্প্রসারিত হবে।
এছাড়া মান্দায কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান। এসময় কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, শুভসংঘ নওগাঁর সহসভাপতি মাহবুবুর হাসান মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক আতিক শাহরিয়ার শুভ্র, দপ্তর সম্পাদক ঋতু সাহা, নারী বিষয়ক সম্পাদক নুরে জান্নাত লিমা, মান্দা প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ মান্দা প্রতিনিধি নজরুল ইসলাম, মান্দা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক