নওগাঁর সাপাহারের ৫০ বছরের বৃদ্ধা করিমন বেওয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘তোমরা মোক এটা কম্বল দিলিন বাহ। আল্লাহ তোমার মালিকক ভালো ও ব্যাঁচা রাকুক। মুই দোয়া করোচো।’ প্রচণ্ড শীতে ঠোঁট কাঁপানো কণ্ঠে কথাগুলো বলছিলেন তিনি। শনিবার সকাল সাড়ে ১০টায় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের উদ্যোগে নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার ৩০০ অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার, সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাদেকুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল খালেক মাস্টার, শুভসংঘের সাপাহার শাখার সভাপতি আলহাজ্ব নুরুল হক মাস্টার, কালের কণ্ঠের প্রতিনিধি তছলিম উদ্দীন।
কম্বল বিতরণ নিয়ে সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, বসুন্ধরা গ্রুপ আজকে আমাদের সাপাহার উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের শীত নিবারণে কম্বল দিয়ে সহায়তা দিয়েছে। শুধু তাই নয়; করোনার সময় খাদ্য সমাগ্রী বিতরণ করেছিল বসুন্ধরা। সে সময়ও আমি ছিলাম। বসুন্ধরা সব সময় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। এজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই।
এদিন বিকালে বদলগাছীর চকরমনাথ আবাসন প্রকল্পসহ আরও ৩০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। ওই আবাসন প্রকল্পের পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, এখানে আমরা ৩০টি পরিবার দীর্ঘ ১৪ বছর ধরে বসবাস করছি। কোনদিন কেউ শীতের কাপড় দেয়নি। আজ প্রথম বসুন্ধরা আমাদের জন্য কম্বল দিল। আমরা বসুন্ধরার জন্য দোয়া করি।
এসময় উপস্থিত ছিলেন শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বদলগাছী শাখার সভাপতি ও সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মুছা, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ফরিদুল করিম তরফদার, উপজেলা প্রতিনিধি এরমদাদুল হক দুলু, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪-এর জেলা প্রতিনিধি বাবুল আখতার রানা প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক