আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা করার আহ্বান জানিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেছেন, ‘নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হোন, সমঝোতা করুন এবং সংযত আচরণের মধ্যে দিয়ে নির্বাচনে বিজয়ী হওয়ার চেষ্টা করুন।’
আজ সোমবার দায়িত্ব গ্রহণের পর এক প্রেস ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন। এসময় তিনি সুষ্ঠুভাবে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। পাশাপাশি সিইসি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গতকাল রবিবার বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নতুন নির্বাচন কমিশনকে শপথ বাক্য পাঠ করান। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে গঠিত নতুন নির্বাচন কমিশনে আছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান এবং সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।