রাজধানীতে অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। গ্রেফতার ব্যক্তির নাম মো. ছাদিয়ার সরদার (৪০)।
আজ শনিবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী।
তিনি বলেন, পার্শ্ববর্তী দেশে ভালো বেতনে বিভিন্ন কাজের প্রলোভন দেখিয়ে নারীদের পাচার করতো চক্রটি। গ্রেফতার ছাদিয়ার ও তার অন্যান্য সহযোগী দীর্ঘদিন ধরে চোরাইপথে পার্শ্ববর্তী দেশে যাতায়াত করেন। গত এক বছর আগে এক ভুক্তভোগীকে তারা পার্শ্ববর্তী দেশে ভালো বেতনে বিভিন্ন কাজের প্রলোভন দেখান। তাদের দেওয়া ওই প্রস্তাবে ভুক্তভোগী রাজি হলে তাকে গত বছরের ১৩ আগস্ট পার্শ্ববর্তী দেশে কাজের কথা বলে নিয়ে যান। সেখানে নিয়ে মানবপাচারকারী সদস্যরা ভুক্তভোগীকে একটি যৌনপল্লীতে বিক্রি করেন। সেই দেশ থেকে আসামিরা চোরাইপথে আবার বাংলাদেশে ফেরত আসেন।
‘ভুক্তভোগী কিছুদিন পরে সেই দেশ থেকে যে কোনো উপায় বের হয়ে বাংলাদেশে পালিয়ে আসেন। পরে তিনি বাদী হয়ে নড়াইলের লোহাগড়া থানায় আসামিদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেন। গ্রেফতারের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ