মহামারী করোনাভাইরাসের সংক্রমণের কারণে দুই বছর বড় পরিসরে বাংলা নববর্ষের উদযাপন হয়নি। তবে এবার সংক্রমণ কমে আসায় দুই বছর পর মহাসমারোহে উদযাপন করা হবে বাংলা নববর্ষ। দুই বছর পর আবারও রমনার বটমূলে বর্ষবরণ আয়োজন করবে ছায়ানট। নব আনন্দ জাগো - এই প্রত্যয়ে নতুন বছরকে বরণ করবে তারা।
তবে এবারের আয়োজনেও মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। কমিয়ে আনা হয়েছে শিল্পী সংখ্যা। এখন চলছে মহড়া। ছায়ানট সভাপতি সনজীদা খাতুন জানিয়েছেন, এর আগেও রমজানে তিনবার বর্ষবরণ আয়োজন করেছিল ছায়ানট।
ছায়ানট সভাপতি বলেন, ‘পাকিস্তান আমলেও রমজানে বর্ষবরণ হয়েছে রমনায়। কোনো বাধা আসেনি। এসব বাধা আমরা পাইনি কারণ আমরা তো সমস্ত নিয়ম মেনেই করি। ধর্ম ও সংস্কৃতি পরস্পর বিরুদ্ধ কিছু নয়।’
বিডি প্রতিদিন/ফারজানা