রমজানে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনটি আবারও ফিরিয়ে দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, সরকারের সিদ্ধান্তের বিষয়ে আমরা ইন্টারফেয়ার করব না।
আজ রবিবার হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হয়। কিন্তু শুনানি ফিরিয়ে দিয়ে এমন কথা বলেন আদালত।
এর আগে গত ৩০ মার্চ হাইকোর্টের অবকাশকালীন অপর একটি বেঞ্চ এই রিটটি শুনানি করতে গেলে সেখানে গ্রহণ করেননি আদালত। ওই দিনও আদালত বলেছিলেন, রমজানে বিদ্যালয় খোলা রাখা না রাখার সিদ্ধান্ত সরকারের পলিসির বিষয়। এখানে আমরা কী করতে পারি?
গত ২৭ মার্চ পবিত্র রমজান মাসে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটে ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। এতে বিবাদী করা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে।
বিডি প্রতিবেদন/জুনাইদ আহমেদ