চলতি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুয়ায়ী, কিশোরগঞ্জ এবং ব্রাক্ষণবাড়িয়া জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ১৮ মিনিটে এবং ঢাকায় আগামিকাল সূর্যোদয় হবে ভোর ৫ টা ৪২ মিনিটে বলে আবহাওয়ার বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত