ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলায় জেএমবির চার সদস্যের মৃত্যুদণ্ডের রায়কে ‘একপেশে’ বলে মন্তব্য করেছেন আসামিপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ।
তিনি বলেছেন, মহামান্য আদালত আজকে যে রায় দিয়েছেন সেটি একপেশে রায় হয়েছে। যিনি (হুমায়ুন আজাদ) ঘটনার ছয় মাস পর মারা গেছেন। তার ডাক্তারের যে রিপোর্ট সেটিও দেখা হয়নি। এছাড়া তিনি স্কলারশিপ নিয়ে বিদেশে গেছেন, সেটাও আমরা দিয়েছি। তাই এটি হত্যা মামলা হয় না।
তিনি বলেন, এর আগে মানিকগঞ্জে একটি মামলায় দেখা গেছে, ১১ দিন পর মারা যাওয়ার কারণে সেটি হত্যা মামলা হয়নি। হত্যাচেষ্টা মামলা হয়েছিল।
হুমায়ুন আজাদ হত্যাকাণ্ডের প্রায় দেড় যুগ পর বুধবার (১৩ এপ্রিল) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আল-মামুন জেএমবির চার সদস্যের মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জেএমবির শুরা সদস্য মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শফিক, আনোয়ার আলম ওরফে ভাগিনা শহিদ, সালেহীন ওরফে সালাহউদ্দিন ও নূর মোহাম্মদ ওরফে সাবু। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মিনহাজ ও আনোয়ার কারাগারে। সালাহউদ্দিন ও নূর মোহাম্মদ পলাতক। এ মামলার অপর আসামি হাফিজ মারা গেছেন।
বিডি প্রতিদিন/হিমেল