ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় যে সব বেসরকারি সংস্থা (এনজিও) কাজ করছে, তাদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য একটা সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়েছে। সাব কমিটিকে এনজিওর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে দুই মাসের মধ্যে রিপোর্ট প্রদানের সুপারিশ করা হয়। এছাড়া বেসরকারি সড়ক পবিহণ কল্যাণ তহবিল ২০০৫, বিআরটিএ থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে আনার জন্য আইন সংশোধন কমিটিকে দ্রুত প্রতিবেদন দেওয়ার সুপারিশ করেছে কমিটি।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত ‘শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নু। কমিটির সদস্য শাজাহান খান, মো. নজরুল ইসলাম চৌধুরী, শামসুন নাহার ও মো. আনোয়ার হোসেন (হেলাল) বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠক শেষে এ বিষয়ে কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, ‘সেফটি সিকিউরিটির বিষয়ে রাজশাহীতে একটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে দুটি ব্যাচে বেশ কয়েকজন কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন। কিন্তু প্রশিক্ষণের পর তারা বদলি হয়ে অন্যত্র চলে গেছে। সরকারের অর্থ ব্যয় করে বিদেশে প্রশিক্ষণ দিয়ে আনলেও সেটা কাজে আসেনি। এ জন্য আমরা ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণে ৮০ শতাংশ নিজস্ব কর্মকর্তাদের বাছাই করতে বলেছি।’
সংসদর গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে কমিটি ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় যে সব বেসরকারি সংস্থা (এনজিও) কাজ করছে তাদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য কমিটির সদস্য শামসুন নাহারকে আহ্বায়ক করে দুই সদস্যের একটা সাব-কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের পদোন্নতির যোগ্য কর্মকর্তা কর্মচারীদের আগামী তিন মাসের মধ্যে পদোন্নতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল